মোবাইল ব্যাংকিং প্রতারণার অভিযোগে ৯ প্রতারক র‍্যাবের হাতে গ্রেফতার

মোবাইল ব্যাংকিং প্রতারণার অভিযোগে ৯ প্রতারক র‍্যাবের হাতে গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে বয়স্ক ভাতা বিধবা ভাতা ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা ও বিকাশ /নগদ ব্যবসায় অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিকাশ /নগদের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছিল একটি প্রতারক চক্র।

এই অভিযোগে র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ইসমাইল মাতুব্বর (২১),ইব্রাহিম মাতুব্বর (২৭),মোঃ মানিক ওরফে মতিউর (১৯),সিনবাদ হোসেন (২৪),মোঃ সুমন ইসলাম (২০),মাহমুদুল হাসান পলক (২০),সাব্বির খন্দকার (১৯), মোঃ সাকিব(২৩) ও রাসেল তালুকদার (২৩)।

কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন। র‍্যাব -১০ আরো জানায়,সাম্প্রতিক সময়ে র‌্যাব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যম ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারে যে, কতিপয় প্রতারক চক্র বেশ কিছুদিন যাবৎ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান ও মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) ব্যবসায় অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিকাশ/নগদের মাধ্যমে মানুষকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছ।এক পর্যায়ে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জানতে পারে উপবৃত্তির টাকা দেওয়ার নামে একটি প্রতারক চক্রর কক্সবাজার জেলার পেকুয়া থানায় বসবাসকারী ভিকটিম ইসতাহাদ উদ্দিন সোহান (১৯), এর মোবাইল নাম্বারে গত ২২ মার্চ কল দিয়ে তার নাম্বারে উপবৃত্তির টাকা পাঠাবে বলে কৌশলে তার বিকাশের পিন নাম্বার নিয়ে ৩৮,২৫৮ টাকা তার একাউন্ট থেকে সরিয়ে ফেলে।

সে কক্সবাজার জেলার পেকুয়া থানায় একটি সাধারন ডায়েরী করে। এছাড়া গত ২৪ মার্চ কক্সবাজার জেলার পেকুয়া থানায় জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষাথীর কাছ একই প্রতারক ২০,৪০০ টাকা ও চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকার লোকমান হোসেন (৪৪) এর কাছ থেকে তার ছেলের নামে উপবৃত্তির কথা বলে ১৬৩০০ টাকা প্রতারনা করে নিয়ে নেয়। এই ধারাবাহিকতায় গত ২এপ্রিল গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ এবং ফরিদপুর এলাকায় র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ওই নয় প্রতারককে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬টি মোবাইল ফোন, ১২৬টি সিম কার্ড, ৫টি মোবাইলের চার্জার, ১টি ল্যাপটপ, ২টিব্যাগ ও ৮২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *