
দোহার প্রতিনিধি.
ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়নের ইকরাশী এলাকায় পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনায় উভয় পক্ষের ৪জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকরাশী এলাকার বিপ্লবের সাথে একই এলাকার আবুল কালাম (২৮) ও হৃদয় (২৭) নামে দুই যুবকের সাথে দ্বন্দ চলছিলো। পূর্ব শত্রুতার জেরে রোববার সন্ধ্যা ৭ টার দিকে ইকরাশী ব্রিজ সংলগ্ন এলাকায় কালাম ও হৃদয়কে কুপিয়ে যখম করে বিপ্লব ও সোহেল।
এবিষয়ে অভিযুক্ত বিপ্লব ও সোহেল জানায় তাদের বাড়িতে সন্ধ্যায় কালাম ও হৃদয়ের নেতৃত্বে হামলা ও ঘরবাড়ি ভাংচুর করা হয়। পরে তাদের প্রতিহত করার সময় আহত হয় কালাম ও হৃদয়। এঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার থানা পুলিশ। এবিষয়ে দোহার থানা এসআই মো.হাচান আলী জানান, হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।