
দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ, মানববন্ধন, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।
মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম. ছামিউল আলম কুরসির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো:তরিকুল ইসলাম, এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো:ইউসুফ আলী,
আকিজ টেক্সটাইল মিলের ম্যানেজার এইচ আর এডমিন মো. আলতাফ হোসেন, ডেরা রিসোর্ট এর সহকারী ব্যবস্থাপক ওমর ফারুক, মুন্নু ফেব্রিক লিমিটেডের সহকারী মহা ব্যবস্থাপক ও মানব সম্পদ প্রশাসন মোহাম্মদ বাবুল হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।