
কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডিডিএলজি মেহেদী হাসান। তিনি আজ সকালে শুভাঢ্যা ইউনিয়ন ভূমি অফিস, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি অফিসে আসা বিভিন্ন সেবা প্রার্থীদের কাছে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান। তিনি উপস্থিত সেবা প্রার্থীদের উদ্দেশ্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভূমি অফিসের সেবা যেন অতি সহজেই সাধারণ মানুষ পেতে পারে সেই লক্ষ্যে তারা ডিজিটাল সেবাকে আরো মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। ভূমি অফিসে কোন সেবা প্রার্থী যেন ভোগান্তির শিকার না হয় সেদিকেও তারা লক্ষ্য রাখছেন।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, শুভাঢ্যা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ও সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিত বাবু। পরে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডিডিএলজি মেহেদী হাসান তেঘুরিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান তেঘুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: লাট মিয়া। তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও ইউনিয়ন পরিষদের কাছ থেকে জনগণ বিভিন্ন সেবা যাতে সহজে পেতে পারে সেসব বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন।