
কাজী জোবায়ের আহমেদ.
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর বাজারে ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চলছে সৈইজদ্দিন খান ডায়াগনস্টিক সেন্টার। প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও চলছে ডায়াগনস্টিকের সকল কার্যক্রম। এছাড়া অন্যান্য চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, পরিচালকদের বেশ কয়েকজনের নিজস্ব ক্ষমতার বলেই চালিয়ে যাচ্ছেন এমন কর্মকা-।
সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের আবেদন থাকলেও নেই কোন অনুমোদন। আর আবেদনের নাম্বারটি রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে সাইনবোর্ড সাটিয়েছে প্রতিষ্ঠান কতৃপক্ষ। রোগী ও জনসাধারণের সাথে এমন প্রতারনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এবিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মো.আরিফ খান বলেন, আমরা এখনো লাইসেন্স পাইনি। আবেদন নাম্বারটি ভুল করে সাইনবোর্ডে দেয়া হয়েছে। এসময় কার্যক্রম চালানোর বিষয়টি শিকার করেন তিনি।
এব্যাপরে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.জসিম উদ্দিন বলেন, অনুমোদন ছাড়া কার্যক্রম চালানোর সুযোগ নেই। ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করলে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন বলেন, এমন কোন তথ্য আমাদের জানা ছিলোনা। ভুয়া রেজিস্ট্রশন নাম্বার ব্যবহার করে কেউ ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করলে ব্যবস্থা নেয়া হবে।