
দোহার (ঢাকা) সংবাদদাতা.
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আড়িয়াল বিলে গোসলে গিয়ে পানিতে ডুবে শেখ মাহমুদ(২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫ টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের জালালপুর চক এলাকায় আড়িয়ল বিল থেকে এলাকাবাসী শেখ মাহমুদের মরদেহ উদ্ধার করেন। নিহত শেখ মাহমুদ উপজেলার গালিমপুর ইউনিয়নের পাইকস্যা গ্রামের মো. সিরাজ মাওলানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার চুড়াইন ইউনিয়নের মুসলেমহাটি গ্রামে শেখ মাহমুদ বিয়ে করেন। তারা পরিবারসহ গাজীপুরে বসবাস করেন। শনিবার গাজীপুর থেকে সস্ত্রীক শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে শ্যালকদের নিয়ে শ্বশুরবাড়ির পাশে আড়িয়ল বিলে গোসল করতে যান। গোছলের একপর্যায়ে শেখ মাহমুদ পানিতে ডুবে যায়। স্বজনরা শেখ মাহমুদকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। বিকেল প্রায় ৫ টার দিকে এলাকাবাসী ও স্বজনরা আড়িয়ল বিল থেকে শেখ মাহমুদের মরদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ জালাল জানান, মৃত্যুর ঘটনাটি শুনেছি। গালিমপুর তদন্তকেন্দ্রের পুলিশ বিষয়টি দেখছে।