আইএফআইসি ব্যাংক গালিমপুর উপশাখায় মধুমাস উৎসব উদযাপন

আইএফআইসি ব্যাংক গালিমপুর উপশাখায় মধুমাস উৎসব উদযাপন

নানা ফলের রসে ভরা আমাদের এই বসুন্ধরা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঢাকা নবাবগঞ্জের আইএফআইসি ব্যাংক গালিমপুর উপশাখায় মধুমাস উৎসব উদযাপন করা হয়েছে।

১৬ই জুলাই মঙ্গলবার সারাদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক দেবদাস দত্ত।

ব্যাংকের প্রদেয় বিভিন্ন সেবা এবং গ্রাহকের সুবিধাসমূহ তুলে ধরেন গালিমপুর উপশাখা অফিসার ইনচার্জ বায়জিদ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার এস এম আশিকুজ্জামান, গালিমপুর উপশাখার ট্রানজেকশন সার্ভিস অফিসার গৌতম সরকার সহ বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী সামাজিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
মধুমাস উৎসবে আম, কাঁঠাল, কলা, ড্রাগন, জাম্বুরা, আমরা, চালতা, বরুই, গাব, পিছফল, পেয়ার, কামরাঙ্গা, করমচা, খেজুর, আনারস, লটকন, তাল, সহ বিভিন্ন প্রজাতির মধু ফলে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।

এ ধরনের আয়োজনে অংশ গ্রহণ করতে পেরে অতিথিরা খুবই আনন্দ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *