
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া এলাকায় বন্ধুর বাড়ি থেকে সিয়াম(২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। সিয়াম ঢাকার আব্দুল্লাহ্পুরের মো.লিটনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌড়া এলাকার জুলহাস মাঝির ছেলে সৌদি প্রবাসী আরিফ মাঝি গত ২ তারিখে কাজের কথা বলে বন্ধু সিয়ামকে দোহারের বাড়িতে আসতে বলে। ১৫ দিন একটি ওয়ার্কশপে কাজ করে সিয়াম। বুধবার রাতের খাবারের জন্য আরিফের বাবা মা সিয়ামকে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে স্থানীয়দের নিয়ে দরজা ভেঙ্গে ঘরের টয়লেটে সিয়ামের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারের দাবি সিয়ামকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে মৃত্যুর বিষয়ে কিছুই জানেন না বলে জানান অভিযুক্ত আরিফের বাবা জুলহাস মাঝি।
এবিষয়ে দোহার থানার ওসি হারুন-উর রশিদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকায় পঠানো হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।