
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো.আলাউদ্দিনের বাড়িতে মধ্যযুগীয় কায়দায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার লটাখোলা বীলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ইউপি সদস্যসহ দুইজন আহত হয়েছে। ভুক্তভোগী আলাউদ্দিন অভিযোগ করেন, শুক্রবার বিকেলে একই এলাকার ব্যাঙ্গা আরিফ, রহমতের ছেলে শাহাদাৎ ও বিল্লাল কশাইয়ের ছেলে স¤্রাটসহ ১০ থেকে ১৫ জন তার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে আতর্কিত হামলা করে বাড়িঘর ভাংচুর করে লুটপাট চালায়। পরে রাস্তায় ইউপি সদস্য ও মাসুদ নামে আরও একজনকে মারধর করে মটরসাইকেল ভাংচুর করে আগুন দিতে চেষ্টা করে। এঘটনার বিচারের দাবি জানান ভুক্তভোগী আলাউদ্দিন।
ঘটনার বিষয়ে জরিত থাকার কথা অস্বিকার করেন ব্যাঙ্গা আরিফ। অভিযুক্ত শাহাদাৎ হোসেন বলেন, আমি সেখানে ছিলাম না। সেখানে ব্যাঙ্গা আরিফসহ অন্যান্যরা ছিলো। আমাকে ফাঁসাতে চক্রান্ত করে আমার নাম বলা হচ্ছে। এবিষয়ে অভিযুক্ত অন্যান্যদের মধ্যে চান্দু ও সম্্রাটের কোন বক্তব্য পাওয়া যায়নি