ফেনীতে বন্যার্তদের সহায়তায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষার্থীরা

দোহার (ঢাকা) প্রতিনিধি.
হঠাৎ করেই দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বিপাকে পরেছে মানুষ। সিলেট, ফেনী ও হবিগঞ্জেসহ বেশ কয়েকটি জেলায় বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে পানি। আটকে পরা ২লাখ মানুষদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। ব্যহত হচ্ছে সেখানকার চিকিৎসা সেবা। এমন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফেনী জেলায় বন্যা দূর্গতদের সহায়তায় অর্থ ও ওষুধ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থীদের হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.জসিম উদ্দিন। তিনি জানান,আজ (২২আগষ্ট) ছাত্রদের একটি দল ফেনীর উদ্দেশ্যে রওনা হবে। পরবর্তীতে অন্যান্য জেলাও সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া দোহার উপজেলার বন্যা পরিস্থিতি নিয়েও ৫ সদস্যের একটি টিম গঠণ করা হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *