পুঠিয়া পৌরসভার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

রাজশাহী জেলাপ্রতিনিধি:

পুঠিয়া পৌরসভা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান এর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পুঠিয়া পৌরসভা কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসারের সময়ে পুঠিয়ার বিগত সার্বিক উন্নয়নের বিষয়ে বক্তব্য তুলে ধরেন, পৌর মেয়র ও থানা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রবি।

তিনি বলেন,‘আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পুঠিয়া উপজেলাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পুঠিয়া উপজেলা গড়ে তুলতে তিনি একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছেন। একটি উন্নত সমৃদ্ধ উপজেলার জন্য অর্ধনৈতিক উন্নয়নের পাশাপাশি তিনি পুঠিয়াকে আধুনিক অবকাঠামো সমৃদ্ধ করে তুলছেন। তার হাত ধরেই এই উপজেলার অনেক উন্নয়নমূলক পরিকল্পনার কাজ শুরু হয়েছে। তার কাজের জন্য তিনি পুঠিয়াবাসীর হৃদয়ে স্বরণীয় হয়ে থাকবে’।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জাম, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ। অন্যনোদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী আবু সাঈদ শহিদুল আলম, রাজশাহী জেলা আ’লীগের উপদেষ্টা আ ন ম মনিরুল ইসলাম তাইজুল, পৌর কাউন্সিলর কামাল হোসেন, ইসমাইল হোসেন, শাহজালাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্নী নিশাত জামান, মেয়র পত্নী নূরজাহান খাতুন মিনু, পুঠিয়া পৌর আ’লীগ সহ-সভাপতি নজরুল ইসলাম এহিয়া। এছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *