
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
তার প্রভাব এ ভরা জুয়ার এ মাছ ধরতে যাওয়া ধীবর দের জালে আটকে পড়েছে মাছ ধরার ট্রলার ও জাল। যখন ভাটা পড়ে তখন বিশাল বিশাল গাছের গুঁড়ি দেখতে পাওয়া যায়। ধীবর দের অভিযোগ স্হানীয় প্রশাসন কে বলে কোন ব্যবস্থা করছে না ঔ গুঁড়ি তোলার।যার ফলে নদী ও সুমুদ্রে মাছ ধরতে যাওয়া ধীবর দের জাল জড়িয়ে গিয়ে জালের ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে মাছ ধরার ট্রলার ও নৌকায় বাঁধা পড়ছে।যদি এই ভাবে দীর্ঘ দিন পড়ে থাকে তাহলে আরো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে তারা প্রশাসন এর কাছে দাবি করেছেন তাড়াতাড়ি সম্ভব এই নদী তে পড়া গুড়িগুলো সরিয়ে নেন।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।