দোহারে প্রশাসনের হস্তক্ষেপে খাল দখলমুক্ত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহার পৌরসভার ৭ নং ওয়ার্ডের ঘাটা এলাকায় সরকারি খাল দখলমুক্ত করেছে দোহার উপজেলা প্রশাসন। সরজমিনে গিয়ে জানা যায়, দোহার ঘাটা এলাকার নূর-আমিন নামে এক ব্যক্তি খালের উপর ইটের গাঁথুনী দিয়ে দেয়াল নির্মাণ করেন। এতে পানিবন্দি হওয়ার ঝুঁকিতে পরেন ঐ এলাকার প্রায় ১২০০ লোক। বিষয়টি নিয়ে ক্ষোভ সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মাঝে। পরে দখলের বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করলে কাজ স্থগিত করে খালের সীমানা নির্ধারণের নির্দেশ দেয়া হয়। চলতি মাসে জমি পরিমাপের পর খালের প্রায় ৪০ ফিট জমি দখলের সত্যতা পেয়ে সোমবার সকালে খালের উপর নির্মিত দেয়াল ভেঙ্গে দেয় উপজেলা প্রশাসন।
এবিষয়ে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো.উদয় হুসাইন জানান, খাল দখলের বিষয় জানতে পেরে আমরা প্রতিবাদ জানাই। এবং স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানালে তারা এই খালটি দখলমুক্ত করেন। তিনি বলেন, আমার ওয়ার্ডে কেউ সরকারি জমি দখল করলে কোন ছাড় দেয়া হবে না। এদিকে খাল উদ্ধারের উপজেলা প্রশাসনের এমন ভূমিকায় প্রশাসনকে ধন্যবাদ জানান দোহার ঘাটা এলাকার সকল শ্রেণীপেশার মানুষ।
এব্যাপারে দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, দোহার ঘাটা এলাকায় খাল দখলের ঘটনা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে আমরা কাজ স্থগিত করি। পরে জমি পরিমাপের পর সরকারি খালে দখলকৃত অংশের দেয়াল ভেঙ্গে দেই। তিনি আরও বলেন, সরকারি কোন জমি দখল করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *