
কাজী জোবায়ের আহমেদ.
ঢাকার দোহারের আঞ্চলিক মহাসড়কের দুইপাশ দখল করে ইটের স্তুপ করে রেখেছে এক শ্রেণীর প্রভাবশালী মহল। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জয়পাড়া থানার মোড় থেকে ঢাকাগামী আঞ্চলিক মহাসড়কে সেন্টার সীফ এর সামনে থেকে রাস্তার দুই পাশে দখল করে স্থাপনা নির্মাণের নামে রাখা হয়েছে ইট ও বালু। স্থানীয়রা জানান, এর বেশিরভাগ ইট রেখেছেন স্থানীয় আব্দুস সালাম নামে এক ব্যক্তি। এছাড়া আরও একটু সামনে গেলে দেখা যায় আরও বেশ কয়েকজন ঠিক একইভাবে রাস্তার দুই পাশ দখল করে ইট সাজিয়ে রেখেছেন। বারবার স্থানীয়দের নিষেধাজ্ঞা থাকলেও কেউ কোনো আমলে নেয়নি। এদিকে এই স্থানটিতে পথচারীদের চলাচল সম্পুর্ণ বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার উপর দিয়েই চলতে হয় তাদের। যার ফলে ছোট বড় দূর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। আবার রাস্তার উপর চলাচলকৃত যানবাহন চালকরাও দূর্ভোগে পরেছেন বলে জানান।
সংবাদ সংগ্রহের সময় ছবি তুলতে গেলে বাধা দেন অভিযুক্ত আব্দুস সালাম। তিনি বলেন, এখানে আরও তিন মাস ইট থাকবে। আপনি নিউজ করে যা পারেন করেন।
এবিষয়ে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম চোকদার বলেন, আমি কয়েকবার তাদের ইট সরিয়ে নিতে বলেছি কিন্তু কেউ শোনেনি। এখন প্রশাসনের হস্তক্ষেপ খুব জরুরি। তিনি আরও বলেন, একটি আঞ্চলিক মহাসড়কে এভাবে রাস্তার দুইপাশ দখল থাকলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তখন এই দায় কে নেবে।
এব্যপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশে^র আলম জানান, আঞ্চলিক মহাসড়কের রাস্তা বা রাস্তার কোনো অংশ কেউ দখল করতে পারবেনা। এছাড়া মানুষ চলাচলের বিঘœ ঘটে এমন কোনো কাজ করা যাবে না। সরজমিনে গিয়ে জরিতদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।