
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে ভূয়া পুলিশ পরিচয়ে দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় আলকাম (৩২) ওরফে ডলার কামরুল নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ধামরাই উপজেলার আনন্দনগর এলাকার আব্দুল ওহাবের ছেলে।
শুক্রবার দুপুরে নবাবগঞ্জ থানায় এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ভূয়া পুলিশ পরিচয়ে মেবাইল ফোনে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলেন আলকাম। এর সূত্রধরে গত ৩১ মার্চ উপজেলার গালিমপুর বাজার থেকে মেয়েটিকে কৌশলে অপহরণ করে নিয়ে একমাস আটকে রেখে ধর্ষণ করে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ধর্ষণের ভিডিও দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করে আলকাম। এতে রাজি না হলে ফেজবুকে ভিডিও ছড়িয়ে দেয়া হয়। এঘটনায় ৩০ মে ভূক্তভোগীর মা নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের তত্বাবধানে ও নবাবগঞ্জ থানার ওসি শাহ্ জালালের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঢাকার মিরপুর থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, পুলিশের পোশাক, স্টিকার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপরাধ স্বীকার করার কথা জানান সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।